শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আলমগীর মন্ডল প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭:৪৫ পিএম | 101 বার পড়া হয়েছে
সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে পারস্পারিক সম্প্রীতি ও আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় কুষ্টিয়ার মিরপুরে সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) মিরপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের এডমিন হাজী জাহিদুল ইসলাম (বাবু) খান’র আয়োজনে ও সহযোগিতায় এলাকার অসচ্ছল ও দুস্ত মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী দেওয়া হয়।

জাহিদুল ইসলাম বাবু বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আমি প্রতিবছরের ন্যায় এবছরেও কিছু মানুষের মধ্যে ঈদ উপহার দিয়ে তাদের পাশে দাড়িয়েছি এবং আমি আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ।

এ সময় সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের সদস্য হাফিজুল ইসলাম মিরুজ, ভোটন সহ অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ভালো দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ফুল চাষিরা

মো:মিজানুর রহমান (বিশেষ প্রতিনিধি ) প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:৪৩ পিএম
ভালো দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ফুল চাষিরা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গাঁদা ফুলের চাষিরা বাজারে দাম না পেয়ে মাঠের পর মাঠ ফুল তুলে ফেলে দিচ্ছেন। ফুলের চাহিদা ও দাম না থাকায় চাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এতে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলার অন্যান্য উপজেলার মাঠেও একই চিত্র দেখা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে গাঁদা ফুলের চাষ হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন মাঠে কৃষকরা বাণিজ্যিকভাবে গাঁদা ফুলের চাষ করেছেন। ফেব্রুয়ারি মাসে কিছুদিন ভালো দাম পাওয়া গেলেও বর্তমানে ফুলের দাম তলানিতে ঠেকেছে। চাষিরা তাদের উৎপাদন খরচ তুলতে পারছেন না।

ঝিনাইদহ জেলা দেশের দ্বিতীয় বৃহত্তম ফুল উৎপাদনকারী অঞ্চল। জেলার কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর ও সদর উপজেলায় ৪০০ হেক্টরের বেশি জমিতে গাঁদা, গোলাপ, জারবেরাসহ বিভিন্ন রকমের ফুলের চাষ হয়। এর মধ্যে ২৫০ হেক্টরের বেশি জমিতে গাঁদা ফুলের চাষ হয়। রবি ও খরিপ দুটি মৌসুমেই এখানে গাঁদা ফুলের চাষ করা হয়।

সরেজমিনে কোটচাঁদপুরের মাঠে গিয়ে দেখা গেছে, হলুদ ও কমলা রঙের গাঁদা ফুলে ভরা মাঠ। কিন্তু দাম না পেয়ে চাষিরা ফুল তুলে মাঠেই ফেলে দিচ্ছেন। ফুলের গাছ বাঁচাতে তারা এ কাজ করছেন।

কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের নারায়ণ বাড়িয়া গ্রামের ফুল চাষি মিলন হোসেন জানান, তিনি গত ১২-১৫ বছর ধরে গাঁদা ফুলের চাষ করছেন। এ বছর ২ বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করেছেন। চাষ করতে এ পর্যন্ত ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে। কিন্তু ফুলের দাম না পাওয়ায় তার খরচ উঠানোর কোনো লক্ষণ নেই।

তিনি বলেন, ‘সারা মৌসুমে যদি আমরা ফুল বিক্রি করতে পারতাম, তাহলে ২-৩ লাখ টাকা বেচা সম্ভব হতো। ভালো লাভ হতো।’

কোটচাঁদপুরের একরা গ্রামের কৃষক আনছার রহমান দেড় বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করেছেন। তিনি জানান, ফুল তোলা, মালা গাঁথা ও পরিবহন খরচ মিলে প্রতি ঝুপ্পা ফুলের খরচ পড়ে ২৭ টাকা। কিন্তু এমন দামেও ফুল বিক্রি হচ্ছে না। অথচ ভালো দাম পেলে প্রতি ঝুপ্পা ফুল ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়।

ফুলচাষি আব্দুল মান্নান বলেন, ‘আমরা জমি থেকে ফুল তুলে ঝুপ্পা গাঁথি। এরপর তা ঢাকাগামী বাসে তুলে দিতাম শাহবাগ মার্কেটের জন্য। তারা বিক্রি করে বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। কিন্তু এবার বড় ধরনের লোকসান হয়েছে।’

গান্না ফুল বাজার প্রতিষ্ঠাতাদের অন্যতম দাউদ হোসেন জানান, মৌসুম শেষের দিকে হওয়ায় ফুলের মান কিছুটা কমে যায়। এ ছাড়া রমজান শুরু হওয়ায় তেমন অনুষ্ঠান না থাকায় ফুলের চাহিদা কমে গেছে।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ‘এ উপজেলার সব ইউনিয়নে কম-বেশি ফুলের চাষ হয়ে থাকে। ফুলের প্রকৃত মৌসুম জানুয়ারি-ফেব্রুয়ারি মাস। ওই সময় ফুল উঠলে চাষিরা দাম ভালো পায়। এখন বাজারে ফুলের চাহিদা কম থাকায় দামও কম।’

জেলা ফুলচাষি সমিতির সভাপতি জামির হোসেন বলেন, ‘সিজন জুড়ে জেলায় গাঁদা ফুলসহ অন্যান্য ফুল মিলে ১০০ কোটি টাকার ফুল বিক্রি হয়। উৎসবগুলোতে গাঁদা, চন্দ্রমল্লিকা, জারবেরা ও গোলাপ ফুল বেশি বিক্রয় হয়। কিন্তু এবার চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।’

ঝিনাইদহ কোটচাঁদপুর-গান্না বাজার ফুল বিপণন কেন্দ্রের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘এবার নতুন করে অনেক চাষি ফুল চাষ করছেন। ঝিনাইদহে যদি ফুল সংরক্ষণ কেন্দ্র (কোল্ড স্টোরেজ) থাকত, তাহলে দাম কমের সময় সেখানে ফুল রাখার পর দাম বাড়লে বিক্রি করতে পারতেন।

প্রবীণ হিতৈষী সংঘের ইফতার ও দোয়া মাহফিল

মো:মিজানুর রহমান (বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:৩৬ পিএম
প্রবীণ হিতৈষী সংঘের ইফতার ও দোয়া মাহফিল

ঝিনাইদহের শৈলকুপায় প্রবীণ হিতৈষী সংঘের প্রয়াত সদস্যদের স্মরণে তাদের রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা, বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সংগঠনের সভাপতি শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এস এম কোবাদ আলীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এস এম সিরাজুস সালেহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ উদ্দীন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক কবি সিরাজ উদ্দীন বিশ্বাস এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে প্রয়াত সহযাত্রীদের স্মরণ করে বক্তব্য রাখেন বেনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল রশিদ, শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন,ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোজাম্মেল হক প্রমুখ।

কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৩:১৮ পিএম
কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকাল এবং এনটিভি অনলাইনের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনু্ষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে প্রেস ক্লাবের সামনে এন এস রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে কুষ্টিয়া সাংবাদিক অধিকার পরিষদ।

মানববন্ধনে কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির জেলা প্রতিনিধি লিটনউজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আল মামুন সাগর, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কে এম আর শাহিন ও সাধারণ সম্পাদক এম এ উল্লাস, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন, এনটিভি অনলাইন প্রতিনিধি বিদ্যুৎ খন্দকার, খবরওয়ালা পত্রিকার সম্পাদক মুন্সী আহমেদ জুয়েল, দেশ টিভির জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, সত্যখবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম, টাইম নিউজ২৪ বিডির সম্পাদক মাহমুদ আল হাফিজ অভি,এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, নিউজ২৪ টিভির জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, সময়ের কাগজ পত্রিকার সহ-সম্পাদক খন্দকার টানু, বার্তা সম্পাদক অঞ্জন শুভ, সারা বাংলা কুষ্টিয়া প্রতিনিধি আল-আমিন খান রাব্বি প্রমুখ।

বক্তারা বলেন, মিজানুর রহমান নয়ন একজন সৎ, পরিশ্রমী ও কর্মঠ সাংবাদিক। সম্প্রতি একটি সংবাদ প্রকাশের জের ধরে ২০১৮ সালের ঘটনায় ২০২৫ সালের ৯ মার্চ মামলা করা হয়েছে। মামলায় হয়রানিমূলকভাবে নয়নকে ৩ নম্বর আসামি করা হয়েছে। মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন।

সুষ্ঠু ও সঠিক তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিক নয়নের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।

মামলায় আনিত অভিযোগ অস্বীকার করে সাংবাদিক মিজানুর রহমান নয়ন বলেন, ১ মার্চ মামলার বাদী শেখ রেজাউল করিম মিলনের ভাই শেখ রাসেলের পুলিশবিরোধী বিতর্কিত একটি ভিডিও বক্তব্য সমকাল, এনটিভি অনলাইন ও ফেসবুকে ভাইরাল হয়। এছাড়াও অতীতে মিলনের বিরুদ্ধে নানা অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ২০১৮ সালের একটি ঘটনায় আমার বিরুদ্ধে ২০২৫ সালের ৯ মার্চ মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে মামলা থেকে আমাকে অব্যাহতি এবং প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করা হোক।

তবে এবিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি মামলার বাদী রেজাউল করিম মিলন।