কুষ্টিয়ায় আওয়ামী সন্ত্রাসী ও হত্যা চেষ্টা মামলার আসামী হাবিবুর ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


কুষ্টিয়ায় আওয়ামী সন্ত্রাসী ও হত্যা চেষ্টা মামলার আসামী হাবিবুর ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার নাজিরপুরে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে নারী-পুরুষসহ দুই শতাধিক মানুষ অংশ নেয়।
এসময় ভুক্তভোগীরা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্শবর্তী গোয়ালবাড়ী এলাকার আওয়ামী সন্ত্রাসী হাবিবুর ও তার সহযোগীরা হত্যার উদ্দ্যোশে তার চাচা মহিবুল ইসলামসহ পরিবারের নারী পুরুষসহ বেশকয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমরা আইনের আশ্রয় নিলে আসামীগণ আমাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই অবিলম্বে মামলার আসামী আওয়ামী সন্ত্রাসী হাবিবুর ও তার সহযোগীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবীও জানান ভুক্তভোগীরা।
মামলার সূত্রে জানা যায়, গত ২০শে জানুয়ারি সকালে মামলার এজাহার ভুক্ত আসামি রানা এর সঙ্গে ভ্যান গাড়ির ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় ভুক্তভোগী লাহোরীর। রানা বাড়ি ফিরে পরিবারের লোকজন সহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের উপর আক্রমণ করে। এ সময় গুরুতর আহত হয় অনেকে।
এই ঘটনার পর মোঃ আব্দুল বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং ১০/১৫ জন অজ্ঞতা নামে আসামি করে একটি মামলা দায়ের করেন মামলা নং ২৪ । এই মামলার আসামিরা হলেন, একই এলাকার হাবিবুর রহমান,ছানোয়ার,রিয়াজুল ইসলাম,রাহাবুল ফকির, শাজাহান, আশরাফুল ইসলাম, ছলিম, রানা, তাহাজ্জেল, আনোয়ার, ঝন্টু, আমির, খাইরুল।