
কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র ধান বীজ বিক্রির দায়ে “রওনক বীজ ভান্ডার” এর মালিক ইয়াছিন আলীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলার পৌর পশুহাটের মার্কেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাজমুল ইসলামের নেতেৃত্ব ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান পরিচালনা করেন।
নাজমুল ইসলাম জানান, অবৈধভাবে বিএডিসি’র ধানবীজ বিক্রির দায়ে “রওনক বীজ ভান্ডার” এর মালিক ইয়াছিন আলীকে বীজ আইন-২০১৮ এর ২৪(২)ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ক্রয়কৃত ১হাজার ৭শ ৭০বস্তা ধানবীজ আগের মালিকের কাছে ফেরত পাঠাতেও নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
জানা গেছে, ঝিনাইদহ জেলার সদর উপজেলার অগ্নিবীনা সড়কের বিএডিসির অনুমোদিত বীজ ডিলার “রামিম বীজ ভান্ডার” থেকে ১হাজার ৭শ ৭০বস্তা ব্রি-ধান ৯৮ জাতের ধান বীজ ৬৩০টাকা বস্তা দরে ক্রয় করেন “রওনক বীজ ভান্ডার” এর মালিক ইয়াছিন আলী।
এসময় জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন অফিসার সেলিম হোসেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।