শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নিউজিল্যান্ড সফরে থাকছেন না মোহাম্মদ ইউসুফ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৫:৩৪ পিএম | 3 বার পড়া হয়েছে
নিউজিল্যান্ড সফরে থাকছেন না মোহাম্মদ ইউসুফ

সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পরই নতুন মিশনে নামছে পাকিস্তান। নিউজিল্যান্ডের মাটিতে তারা রঙিন পোশাকের দুই ফরম্যাটে সিরিজ খেলতে যাচ্ছে। যার জন্য নতুন ব্যাটিং কোচও নিয়োগ দেওয়া হয়। তবে কিউই সফর দিয়ে এই দায়িত্ব গ্রহণের কথা থাকলেও, সেখান থেকে নাম প্রত্যাহার করেছেন মোহাম্মদ ইউসুফ। পারিবারিক কারণেই সাবেক এই তারকা ক্রিকেটার আসন্ন সিরিজে না থাকার কথা জানিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। পিসিবি জানিয়েছে, সাবেক অধিনায়ক ও নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ কন্যা সন্তানের অসুস্থতার কথা জানিয়ে আসন্ন সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন। সেই সিদ্ধান্ত পিসিবিকে জানিয়েছেন তিনি। তবে ইউসুফের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং কোচ বা পরামর্শক হিসেবে কাউকে নিয়োগের কথা এখনও জানায়নি।

আগামী ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দুই ফরম্যাটের সিরিজ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ৫ ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে এই সফর শুরু করবে সালমান আলি আগার দল। পরবর্তীতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে আবার নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান। এর আগে আগামীকাল (বুধবার) তাসমান সাগর পাড়ের দেশটির উদ্দেশ্যে রওয়া দেবে পাকিস্তান ক্রিকেট দল।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। ওই সময় অবশ্য পাকিস্তানে অতিথি হয়ে গিয়েছিল ব্ল্যাকক্যাপসরা। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সিরিজ শেষ হয়েছিল ২-২ সমতা নিয়ে। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানারআপ হয়ে শেষ করেছে নিউজিল্যান্ড। আর গ্রুপপর্ব থেকে কোনো জয় ছাড়ায় বিদায় নেয় পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে চরম ব্যর্থ হয়ে বিদায়ের পরই পাকিস্তান দলে পরিবর্তনের আভাস মিলেছিল। স্কোয়াড ঘোষণার পর তার কিছুটা মিল পাওয়া যায়। বাবর-রিজওয়ান-শাহিন আফ্রিদি ওয়ানডে স্কোয়াডে থাকলেও, বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। ফলে তারা সংক্ষিপ্ত সংস্করণ থেকে একেবারেই বাদ কি না সেই প্রশ্ন উঠেছে! সালমান আগার নেতৃত্বে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড গড়া হয়েছে একেবারে তারুণ্য নির্ভর। অন্যদিকে, কিউইদের স্কোয়াডেও বেশিরভাগ তরুণ মুখ। কারণ ওই সময়ে তারকা ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন আইপিএলে।

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৫৩ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

Oplus_131072

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ ভোররাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কামালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক পরিচালিত এই অভিযানে কুষ্টিয়া
দৌলতপুর থানাধীন কামালপুরের পচা বিটা এলাকার মোঃ জামাল উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় বাড়ির ছাদের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় বেআইনি অস্ত্রের বিস্তার এবং আইনশৃঙ্খলার অবনতির ঝুঁকি মাথায় রেখে সেনাবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করছে। কুষ্টিয়ার দৌলতপুরও এর বাইরে নয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটির প্রকৃতি ও উৎস সম্পর্কে বিস্তারিত জানতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

শৈলকুপায় গড়াই নদীর কুমির জাল দিয়ে ধরলো গ্রামবাসী

মো:মিজানুর রহমান(বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:২৬ এএম
শৈলকুপায় গড়াই নদীর কুমির জাল দিয়ে ধরলো গ্রামবাসী

Oplus_131072

ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর সেই আলোচিত কুমিরটি আটক করেছে এলাকাবাসী।

বুধবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর একটি বাড়ি থেকে কুমিরটিকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে উঠে আসে কুমিরটি। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে মাছ শিকার করা জাল দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে কুমিরটিকে। তাদের জালে আটকা পড়ে কুমিরটি। সকলে মিলে কুমিরটিকে রশি দিয়ে বেঁধে ব্যাটারিচালিত ভ্যানে করে এলাকায় ঘুরিয়ে নিয়ে বেড়ায়।

স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, হঠাৎ করে জানতে পারি আমাদের গড়াই নদীতে ভেসে বেড়ানো চারটি কুমিরের মধ্যে একটি কুমির লোকালয়ের একটি বাড়িতে উঠে এসেছে। আমরা সকলে মিলে কুমিরটিকে জাল দিয়ে আটক করেছি।

ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, গড়াই নদীতে ভেসে বেড়ানো কুমিরটি রাতে একটি বাড়িতে উঠে এলে স্থানীয়রা কুমিরটিকে আটক করে। শৈলকুপা থানা পুলিশ ও ঝিনাইদহ বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

যেহেতু ঝিনাইদহ বন বিভাগের জনবলের কুমির উদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জামাদি নেই। সেহেতু আমরা খুলনা বন বিভাগকে বিষয়টি জানিয়েছি। খুলনা থেকে একটি টিম আসছে। তাঁরা পৌঁছে কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপযুক্ত স্থানে অবমুক্ত করবে।

কুষ্টিয়ায় অবৈধভাবে বীজ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মেজবা উদ্দিন পলাশ প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৩০ পিএম
কুষ্টিয়ায় অবৈধভাবে বীজ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র ধান বীজ বিক্রির দায়ে “রওনক বীজ ভান্ডার” এর মালিক ইয়াছিন আলীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলার পৌর পশুহাটের মার্কেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাজমুল ইসলামের নেতেৃত্ব ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান পরিচালনা করেন।

নাজমুল ইসলাম জানান, অবৈধভাবে বিএডিসি’র ধানবীজ বিক্রির দায়ে “রওনক বীজ ভান্ডার” এর মালিক ইয়াছিন আলীকে বীজ আইন-২০১৮ এর ২৪(২)ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ক্রয়কৃত ১হাজার ৭শ ৭০বস্তা ধানবীজ আগের মালিকের কাছে ফেরত পাঠাতেও নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

জানা গেছে, ঝিনাইদহ জেলার সদর উপজেলার অগ্নিবীনা সড়কের বিএডিসির অনুমোদিত বীজ ডিলার “রামিম বীজ ভান্ডার” থেকে ১হাজার ৭শ ৭০বস্তা ব্রি-ধান ৯৮ জাতের ধান বীজ ৬৩০টাকা বস্তা দরে ক্রয় করেন “রওনক বীজ ভান্ডার” এর মালিক ইয়াছিন আলী।

এসময় জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন অফিসার সেলিম হোসেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।