
ঝিনাইদহের শৈলকুপায় প্রবীণ হিতৈষী সংঘের প্রয়াত সদস্যদের স্মরণে তাদের রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা, বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সংগঠনের সভাপতি শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এস এম কোবাদ আলীর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এস এম সিরাজুস সালেহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ উদ্দীন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক কবি সিরাজ উদ্দীন বিশ্বাস এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে প্রয়াত সহযাত্রীদের স্মরণ করে বক্তব্য রাখেন বেনীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল রশিদ, শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন,ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোজাম্মেল হক প্রমুখ।