মিরপুরে বৃদ্ধ মোয়াজ্জেমকে পিটালেন সুদখোর যুবক


কুষ্টিয়ার মিরপুরে ৮০ বছরের বৃদ্ধ মোয়াজ্জেমকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ মার্চ) সকালে মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আদর্শ পাড়া জামে মসজিদের মোয়াজ্জেম অবসরপ্রাপ্ত বিডিআর আমিনকে পিটিয়ে আহত করে একই এলাকার বখাটে সুদখোর কাজী রঞ্জু (৪৫)। বখাটে সুদখোর কাজী রঞ্জু ৬নং ওয়ার্ডের কাজী শহীদুল মাওলানার ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, কয়েকদিন আগে অভিযুক্ত রঞ্জু মসজিদ থেকে রান্নার কাজের জন্য একটি সসপেন নিয়ে যায়। পরবর্তীতে মসজিদের মোয়াজ্জেম সসপেনটি ফেরত চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অভিযুক্ত রঞ্জু। একপর্যায়ে বৃদ্ধ মোয়াজ্জেম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্ত রঞ্জু কোন রকম কথা ছাড়ায় এলোপাথাড়ি মারপিট করে গুরুত্বর আহত করে। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় মোয়াজ্জেমকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ বলেন, মোয়াজ্জেমকে পিটিয়ে আহত করার খবর শোনার সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত রঞ্জুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।