কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার


কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ মার্চ) সদর উপজেলার হাটশ হরিপুর হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।
এছাড়াও উপস্থিত ছিলেন, হরিপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল হোসেন, কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিংকন, হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু ফয়সাল হিমেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, সদস্য সচিব ইমরান ফরাজী, যুগ্ম আহ্বায়ক রকি মন্ডল, রনি হোসেন, সজীব সহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ এবং হাটশ হরিপুরের সাধারণ মানুষ।
দোয়া পরিচালনা করেন, মালিথা পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওহাব।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও স্বৈরাচারী সরকারের হামলায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।