রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

আলমগীর মন্ডল প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:২৩ পিএম | 37 বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার আমীর খন্দকার রেজাউল করিম’র সভাপতিত্বে ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামাতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি আব্দুস কুদ্দুস, উপজেলা সহ সেক্রেটারি ওমর ফারুক।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান এর পরিচালনায় এসময় বাংলাদেশ জাতীয় পাটি (কাজী জাফর) উপজেলা সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার, মিরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর চাঁদ আলী সেক্রেটারি খায়রুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সভাপতি মারফত আফ্রিদি,সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।