সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ভালো দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ফুল চাষিরা

মো:মিজানুর রহমান (বিশেষ প্রতিনিধি ) প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:৪৩ পিএম | 34 বার পড়া হয়েছে
ভালো দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ফুল চাষিরা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গাঁদা ফুলের চাষিরা বাজারে দাম না পেয়ে মাঠের পর মাঠ ফুল তুলে ফেলে দিচ্ছেন। ফুলের চাহিদা ও দাম না থাকায় চাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এতে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জেলার অন্যান্য উপজেলার মাঠেও একই চিত্র দেখা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে গাঁদা ফুলের চাষ হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন মাঠে কৃষকরা বাণিজ্যিকভাবে গাঁদা ফুলের চাষ করেছেন। ফেব্রুয়ারি মাসে কিছুদিন ভালো দাম পাওয়া গেলেও বর্তমানে ফুলের দাম তলানিতে ঠেকেছে। চাষিরা তাদের উৎপাদন খরচ তুলতে পারছেন না।

ঝিনাইদহ জেলা দেশের দ্বিতীয় বৃহত্তম ফুল উৎপাদনকারী অঞ্চল। জেলার কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর ও সদর উপজেলায় ৪০০ হেক্টরের বেশি জমিতে গাঁদা, গোলাপ, জারবেরাসহ বিভিন্ন রকমের ফুলের চাষ হয়। এর মধ্যে ২৫০ হেক্টরের বেশি জমিতে গাঁদা ফুলের চাষ হয়। রবি ও খরিপ দুটি মৌসুমেই এখানে গাঁদা ফুলের চাষ করা হয়।

সরেজমিনে কোটচাঁদপুরের মাঠে গিয়ে দেখা গেছে, হলুদ ও কমলা রঙের গাঁদা ফুলে ভরা মাঠ। কিন্তু দাম না পেয়ে চাষিরা ফুল তুলে মাঠেই ফেলে দিচ্ছেন। ফুলের গাছ বাঁচাতে তারা এ কাজ করছেন।

কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের নারায়ণ বাড়িয়া গ্রামের ফুল চাষি মিলন হোসেন জানান, তিনি গত ১২-১৫ বছর ধরে গাঁদা ফুলের চাষ করছেন। এ বছর ২ বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করেছেন। চাষ করতে এ পর্যন্ত ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে। কিন্তু ফুলের দাম না পাওয়ায় তার খরচ উঠানোর কোনো লক্ষণ নেই।

তিনি বলেন, ‘সারা মৌসুমে যদি আমরা ফুল বিক্রি করতে পারতাম, তাহলে ২-৩ লাখ টাকা বেচা সম্ভব হতো। ভালো লাভ হতো।’

কোটচাঁদপুরের একরা গ্রামের কৃষক আনছার রহমান দেড় বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করেছেন। তিনি জানান, ফুল তোলা, মালা গাঁথা ও পরিবহন খরচ মিলে প্রতি ঝুপ্পা ফুলের খরচ পড়ে ২৭ টাকা। কিন্তু এমন দামেও ফুল বিক্রি হচ্ছে না। অথচ ভালো দাম পেলে প্রতি ঝুপ্পা ফুল ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়।

ফুলচাষি আব্দুল মান্নান বলেন, ‘আমরা জমি থেকে ফুল তুলে ঝুপ্পা গাঁথি। এরপর তা ঢাকাগামী বাসে তুলে দিতাম শাহবাগ মার্কেটের জন্য। তারা বিক্রি করে বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। কিন্তু এবার বড় ধরনের লোকসান হয়েছে।’

গান্না ফুল বাজার প্রতিষ্ঠাতাদের অন্যতম দাউদ হোসেন জানান, মৌসুম শেষের দিকে হওয়ায় ফুলের মান কিছুটা কমে যায়। এ ছাড়া রমজান শুরু হওয়ায় তেমন অনুষ্ঠান না থাকায় ফুলের চাহিদা কমে গেছে।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ‘এ উপজেলার সব ইউনিয়নে কম-বেশি ফুলের চাষ হয়ে থাকে। ফুলের প্রকৃত মৌসুম জানুয়ারি-ফেব্রুয়ারি মাস। ওই সময় ফুল উঠলে চাষিরা দাম ভালো পায়। এখন বাজারে ফুলের চাহিদা কম থাকায় দামও কম।’

জেলা ফুলচাষি সমিতির সভাপতি জামির হোসেন বলেন, ‘সিজন জুড়ে জেলায় গাঁদা ফুলসহ অন্যান্য ফুল মিলে ১০০ কোটি টাকার ফুল বিক্রি হয়। উৎসবগুলোতে গাঁদা, চন্দ্রমল্লিকা, জারবেরা ও গোলাপ ফুল বেশি বিক্রয় হয়। কিন্তু এবার চাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।’

ঝিনাইদহ কোটচাঁদপুর-গান্না বাজার ফুল বিপণন কেন্দ্রের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘এবার নতুন করে অনেক চাষি ফুল চাষ করছেন। ঝিনাইদহে যদি ফুল সংরক্ষণ কেন্দ্র (কোল্ড স্টোরেজ) থাকত, তাহলে দাম কমের সময় সেখানে ফুল রাখার পর দাম বাড়লে বিক্রি করতে পারতেন।

চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৪:৩৯ পিএম
চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

কুষ্টিয়ায় চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বাদল (৩২)। তিনি শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

আজ শনিবার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাতে মিঠুন নামের এক ব্যক্তির সাততলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার,গ্রেপ্তার ১

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৪:২৬ পিএম
কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার,গ্রেপ্তার ১

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ১টি বিদেশী অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ মেহেদী ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) ভোর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী । গ্রেফতারকৃত মেহেদী ইসলাম মথুরাপুর বাগোয়ান হিসনা পাড়া এলাকার মৃত মসলেম সর্দারের ছেলে।

আজ দুপরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ধারবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার মথুরাপুর উইনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে হয়। এসময় মেহেদী ইসলামের বাড়ি থেকে ১টি বিদেশী অস্ত্র ও ২ রাউন্ড পিস্তল এ্যামোনিশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী ইসলাম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের,হাসপাতালে বাবা

মো:মিশুক আহমেদ জয় প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১২:৫৩ পিএম
ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের,হাসপাতালে বাবা
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাবা আবদুল কাদের।
শুক্রবার(২৮ মার্চ) সকাল ১০টার দিকে শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইতি খাতুন (৩০), আহনাফ ইব্রাহিম (৩)।
চৌরহাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আব্দুল কাদের (৩৮)। সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে ট্রাকটি জব্দ করা যায়নি।