আওয়ামী লীগকে নির্বাচনের আর কোনো সুযোগ দেওয়া হবে না : রাশেদ খাঁন



কুষ্টিয়ায় চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম বাদল (৩২)। তিনি শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
আজ শনিবার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাতে মিঠুন নামের এক ব্যক্তির সাততলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ১টি বিদেশী অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ মেহেদী ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) ভোর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী । গ্রেফতারকৃত মেহেদী ইসলাম মথুরাপুর বাগোয়ান হিসনা পাড়া এলাকার মৃত মসলেম সর্দারের ছেলে।
আজ দুপরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ধারবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার মথুরাপুর উইনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে হয়। এসময় মেহেদী ইসলামের বাড়ি থেকে ১টি বিদেশী অস্ত্র ও ২ রাউন্ড পিস্তল এ্যামোনিশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী ইসলাম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।