সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

রিপোটার্স ইউনিটির আয়োজনে শ্রীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো:মিজানুর রহমান(বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৯:২০ এএম | 26 বার পড়া হয়েছে
রিপোটার্স ইউনিটির আয়োজনে শ্রীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাগুরার রিপোটার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর রিপোটার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারন সম্পাদক মোঃ মুন্সী রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, উপজেলা ইসলামি আন্দোলনের সাবেক সেক্রেটারী গাজী শরীফ, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ইনসান আলী, ঢাকা পোস্টের মাগুরা জেলা প্রতিনিধি তাসিন জামান প্রমুখ।

এ সময় শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির উপদেষ্টা মন্ডলী সদস্য বিশিষ্ট সাংবাদিক হারুন-অর-রশীদ, মাগুরা জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলি, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মামুন বিশ্বাস, শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্লা,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ জেলা ও উপজেলা রিপোটার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।

চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৪:৩৯ পিএম
চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

কুষ্টিয়ায় চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বাদল (৩২)। তিনি শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

আজ শনিবার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাতে মিঠুন নামের এক ব্যক্তির সাততলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার,গ্রেপ্তার ১

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৪:২৬ পিএম
কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার,গ্রেপ্তার ১

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ১টি বিদেশী অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ মেহেদী ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) ভোর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী । গ্রেফতারকৃত মেহেদী ইসলাম মথুরাপুর বাগোয়ান হিসনা পাড়া এলাকার মৃত মসলেম সর্দারের ছেলে।

আজ দুপরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ধারবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার মথুরাপুর উইনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে হয়। এসময় মেহেদী ইসলামের বাড়ি থেকে ১টি বিদেশী অস্ত্র ও ২ রাউন্ড পিস্তল এ্যামোনিশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী ইসলাম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের,হাসপাতালে বাবা

মো:মিশুক আহমেদ জয় প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১২:৫৩ পিএম
ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের,হাসপাতালে বাবা
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাবা আবদুল কাদের।
শুক্রবার(২৮ মার্চ) সকাল ১০টার দিকে শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইতি খাতুন (৩০), আহনাফ ইব্রাহিম (৩)।
চৌরহাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আব্দুল কাদের (৩৮)। সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে ট্রাকটি জব্দ করা যায়নি।