শ্রীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত


মাগুরার শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬.০০ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণে নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বদরুল আলম হিরো, সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিয়া নজরুল ইসলাম, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল সাহা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখা, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
এরপর উপজেলা প্রশাসন কর্তৃক সকাল সাড়ে ৭ টায় উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।