শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আলমগীর মন্ডল প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭:৪৫ পিএম | 127 বার পড়া হয়েছে
সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে পারস্পারিক সম্প্রীতি ও আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় কুষ্টিয়ার মিরপুরে সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) মিরপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের এডমিন হাজী জাহিদুল ইসলাম (বাবু) খান’র আয়োজনে ও সহযোগিতায় এলাকার অসচ্ছল ও দুস্ত মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী দেওয়া হয়।

জাহিদুল ইসলাম বাবু বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আমি প্রতিবছরের ন্যায় এবছরেও কিছু মানুষের মধ্যে ঈদ উপহার দিয়ে তাদের পাশে দাড়িয়েছি এবং আমি আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ।

এ সময় সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের সদস্য হাফিজুল ইসলাম মিরুজ, ভোটন সহ অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের,হাসপাতালে বাবা

মো:মিশুক আহমেদ জয় প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১২:৫৩ পিএম
ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের,হাসপাতালে বাবা
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাবা আবদুল কাদের।
শুক্রবার(২৮ মার্চ) সকাল ১০টার দিকে শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইতি খাতুন (৩০), আহনাফ ইব্রাহিম (৩)।
চৌরহাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আব্দুল কাদের (৩৮)। সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে ট্রাকটি জব্দ করা যায়নি।

র‍্যাবের মানবিক উদ্যোগে ঈদের জামা কেনা হবে কুষ্টিয়ার এতিম মাদ্রাসা ছাত্র আবদুল্লাহর

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৩:৫৯ এএম
র‍্যাবের মানবিক উদ্যোগে ঈদের জামা কেনা হবে কুষ্টিয়ার এতিম মাদ্রাসা ছাত্র আবদুল্লাহর

কুষ্টিয়া মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের দারুল উলুম কওমিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের এক সুবিধাবঞ্চিত অসহায় শিক্ষার্থী ছোট্ট ছেলে শিশু আব্দুল্লাহ ইবনে সাফি। বাবা -মা থেকেও যেনো নেই তার কেউ। এতিম ওই মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ কুষ্টিয়া মিরপুর উপজেলার মির্জানগর এলাকার এক হতদরিদ্র পরিবারের সন্তান। গত ছয় মাস আগে এই মাদ্রাসা ও এতিমখানায় রেখে গেছেন তার মা। তারপর কেটে গেছেন পুরো ছয় মাস। মায়ের সাথে আর দেখা হয়নি শিশু আব্দুল্লাহর। বর্তমানে আব্দুল্লাহর একমাত্র মাথাগোজার ঠাই এই মাদ্রাসা। পুরনো একটি পাঞ্জাবী ও পুরনো টুপি পরেই প্রতিদিন মক্তবে পড়তে বসতে হয় আব্দুল্লাহকে । পরনের পায়জামাটাও এক সহপাঠির কাছ থেকে নেওয়া। শুধু তাই নয় আব্দুল্লাহ চর্ম রোগে আক্রান্ত। অসুস্থ অবস্থায় সে দিনপার করছে। তার চিকিৎসার ব্যবস্থার খরচ চালানোর মত কেউ নেই। মাদ্রাসার খরচেই কোন রকম চলছে তার পড়ালেখা। ঈদে নতুন পোশাক দেওয়ার মত কেউ নাই তার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয় আব্দুল্লাহর। যেখানে লেখা ছিলো এবারও ঈদের জামা কেনা হবে না আবদুল্লাহর। ভিডিওটি র‍্যাব হেড কোয়ার্টারের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে তার ঈদের পোশাক কিনে দেওয়ার উদ্যোগ নেয় র‍্যাব ফোর্স।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে র‍্যাব হেডকোয়ার্টারের নির্দেশে র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামরুল ইসলাম সহ র‍্যাবের একটি টিম মিরপুরের কওমিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে পৌছায়। সেখানে এতিম মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তার ঈদের জন্য নতুন পোশাকের মাপ নিয়ে আসে। পরদিন তার ঈদের পোশাক পৌছিয়ে দেওয়া সহ তার সুস্থতার জন্য চিকিৎসার দায়িত্ব নেন র‍্যাব কুষ্টিয়া।

এবিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামরুল ইসলাম জানান, র‍্যাব হেডকোয়ার্টারের নির্দেশে আমরা এতিম মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহকে সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেছি। তার ঈদের পোশাকের জন্য দর্জি দিয়ে মাপ নিয়ে আসা হয়েছে৷ আগামীকাল আমরা তার জন্য ঈদের পোশাক দিয়ে আসবো। এছাড়াও ছেলেটি অসুস্থ, রোগে আক্রান্ত তাই র‍্যাব কুষ্টিয়ার পক্ষ থেকে তার চিকিৎসার জন্য দায়িত্ব নেওয়া হয়েছে।

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:০৯ পিএম
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর ও পলাতক আসামিদেরকে গ্রেফতারপূর্বক বিচার সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা স্কুলের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন জেলা স্কুলের প্রাক্তন, অধ্যয়নরত ছাত্র ও অভিভাবকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ন্যায়বিচারের স্বার্থে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। আদালতের দেওয়া রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলেও এখনো চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক। তাদের দ্রুত গ্রেফতার না করা বিচার ব্যবস্থার প্রতি চরম অবহেলার প্রমাণ। বিশেষ করে মুনতাসির আল জেমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা প্রশাসনিক ব্যর্থতার নজির।

এসময় মানববন্ধনে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ (বুলু), ছোট ভাই আবরার ফাইয়াজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপুসহ কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সেখানে পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং রায় বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।