সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে পারস্পারিক সম্প্রীতি ও আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় কুষ্টিয়ার মিরপুরে সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) মিরপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের এডমিন হাজী জাহিদুল ইসলাম (বাবু) খান’র আয়োজনে ও সহযোগিতায় এলাকার অসচ্ছল ও দুস্ত মানুষের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী দেওয়া হয়।
জাহিদুল ইসলাম বাবু বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আমি প্রতিবছরের ন্যায় এবছরেও কিছু মানুষের মধ্যে ঈদ উপহার দিয়ে তাদের পাশে দাড়িয়েছি এবং আমি আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ।
এ সময় সেঞ্চুরি ফ্রেন্ডস এন্ড ফেডারেশনের সদস্য হাফিজুল ইসলাম মিরুজ, ভোটন সহ অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।