শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বিয়ে করলেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

বিনোদন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৯ পিএম | 4 বার পড়া হয়েছে
বিয়ে করলেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

বিয়ে করলেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

নতুন ধারার গান দিয়েই যাত্রা শুরু করেন মুম্বাইয়ে জন্ম নেয়া অনুভ জৈন। ২০১২ সালে নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। তবে পেশাদার হিসেবে আত্মপ্রকাশ করেন তার ‘বারিশেইন’ গানের মাধ্যমে। বর্তমান সময়ের বেশ জনপ্রিয় গায়কের মধ্য অনুভ একজন। সম্প্রতি তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন।

দীর্ঘদিনের বান্ধবী হৃদি নারাংয়ের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন ‘তুম মেরি হো’ খ্যাত গায়ক অনুভ জৈন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গায়ক তার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুরাগীরা। বিশেষ দিনের মুহুর্তগুলো ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। বিয়ের ছবি শেয়ার করে অনুভ তার গান ‘যো তুমি মেরে হো’র লিরিক উল্লেখ করেছেন। বিয়ের ছবিতে ভারতের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে বর ও কনেকে। অনুভের পোশাক ছিল বেজ শেরওয়ানি এবং হৃদির পোশাক ছিল লাল লেহেঙ্গা।

অনুভ তার প্রি-ওয়েডিং উৎসবের কিছু মুহূর্তও শেয়ার করেছেন। অনুভ তার স্ত্রীর পরিচয় নিয়ে কোনো বিস্তারিত তথ্য শেয়ার করেননি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হৃদি নারাং সিডনিতে পড়াশোনা শেষ করে ২০১৬ সালে শিক্ষিকা হিসেবে প্রথম কাজ শুরু করেন। এরপর এভিএ, অগিলভি, রেফিনিটিভসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থায় কখনও অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, আবার কখনও বা ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি আছেন নয়া দিল্লির কালেক্টিভ আর্টিস্ট নেটওয়ার্কের ক্যাম্পেন ম্যানেজার পদে।

গানের অতি সাধারণ ভাষা ও বাস্তববাদী কথা দিয়ে খুব দ্রুতই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনুভ। ভালোবাসা আর হৃদয় ভাঙাকে কেন্দ্র করেই বেশির ভাগ গানের কথা লেখেন এ গায়ক। অল্প সময়েই তুমুল জনপ্রিয়তা পান অনুভ জৈন।

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৫৩ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

Oplus_131072

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ ভোররাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কামালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক পরিচালিত এই অভিযানে কুষ্টিয়া
দৌলতপুর থানাধীন কামালপুরের পচা বিটা এলাকার মোঃ জামাল উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় বাড়ির ছাদের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় বেআইনি অস্ত্রের বিস্তার এবং আইনশৃঙ্খলার অবনতির ঝুঁকি মাথায় রেখে সেনাবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করছে। কুষ্টিয়ার দৌলতপুরও এর বাইরে নয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটির প্রকৃতি ও উৎস সম্পর্কে বিস্তারিত জানতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

শৈলকুপায় গড়াই নদীর কুমির জাল দিয়ে ধরলো গ্রামবাসী

মো:মিজানুর রহমান(বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৯:২৬ এএম
শৈলকুপায় গড়াই নদীর কুমির জাল দিয়ে ধরলো গ্রামবাসী

Oplus_131072

ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর সেই আলোচিত কুমিরটি আটক করেছে এলাকাবাসী।

বুধবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর একটি বাড়ি থেকে কুমিরটিকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিদ্দাহ গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে উঠে আসে কুমিরটি। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে মাছ শিকার করা জাল দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে কুমিরটিকে। তাদের জালে আটকা পড়ে কুমিরটি। সকলে মিলে কুমিরটিকে রশি দিয়ে বেঁধে ব্যাটারিচালিত ভ্যানে করে এলাকায় ঘুরিয়ে নিয়ে বেড়ায়।

স্থানীয় বাসিন্দা সোহাগ বলেন, হঠাৎ করে জানতে পারি আমাদের গড়াই নদীতে ভেসে বেড়ানো চারটি কুমিরের মধ্যে একটি কুমির লোকালয়ের একটি বাড়িতে উঠে এসেছে। আমরা সকলে মিলে কুমিরটিকে জাল দিয়ে আটক করেছি।

ঝিনাইদহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, গড়াই নদীতে ভেসে বেড়ানো কুমিরটি রাতে একটি বাড়িতে উঠে এলে স্থানীয়রা কুমিরটিকে আটক করে। শৈলকুপা থানা পুলিশ ও ঝিনাইদহ বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

যেহেতু ঝিনাইদহ বন বিভাগের জনবলের কুমির উদ্ধারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জামাদি নেই। সেহেতু আমরা খুলনা বন বিভাগকে বিষয়টি জানিয়েছি। খুলনা থেকে একটি টিম আসছে। তাঁরা পৌঁছে কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপযুক্ত স্থানে অবমুক্ত করবে।

কুষ্টিয়ায় অবৈধভাবে বীজ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মেজবা উদ্দিন পলাশ প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৩০ পিএম
কুষ্টিয়ায় অবৈধভাবে বীজ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র ধান বীজ বিক্রির দায়ে “রওনক বীজ ভান্ডার” এর মালিক ইয়াছিন আলীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর উপজেলার পৌর পশুহাটের মার্কেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাজমুল ইসলামের নেতেৃত্ব ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান পরিচালনা করেন।

নাজমুল ইসলাম জানান, অবৈধভাবে বিএডিসি’র ধানবীজ বিক্রির দায়ে “রওনক বীজ ভান্ডার” এর মালিক ইয়াছিন আলীকে বীজ আইন-২০১৮ এর ২৪(২)ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ক্রয়কৃত ১হাজার ৭শ ৭০বস্তা ধানবীজ আগের মালিকের কাছে ফেরত পাঠাতেও নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

জানা গেছে, ঝিনাইদহ জেলার সদর উপজেলার অগ্নিবীনা সড়কের বিএডিসির অনুমোদিত বীজ ডিলার “রামিম বীজ ভান্ডার” থেকে ১হাজার ৭শ ৭০বস্তা ব্রি-ধান ৯৮ জাতের ধান বীজ ৬৩০টাকা বস্তা দরে ক্রয় করেন “রওনক বীজ ভান্ডার” এর মালিক ইয়াছিন আলী।

এসময় জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন অফিসার সেলিম হোসেন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।