শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১

কুষ্টিয়ার সেই ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৮ পিএম | 29 বার পড়া হয়েছে
কুষ্টিয়ার সেই ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Oplus_131072

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবীতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ‘মিরপুরের সর্বস্তরের জনতা’র ব্যানারে শহরের ঈগল চত্বর থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এরআগে ঝাড়ু মিছিলে অংশ নেয় শত শত নারী-পুরুষ।

সমাবেশে বক্তারা বলেন, ইউএনও বিবি করিমুন্নেছা মিরপুরে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। সম্প্রতি আওয়ামী লীগের পদধারীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মিটিং করেছেন। তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। তাঁকে মিরপুর থেকে বদলী করা হয়েছে। তবুও এখনো পর্যন্ত ক্ষমতা হস্তান্তর করেনি। জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে আজ বৃহস্পতিবারের মধ্যে ইউএনওকে অপসারণ না করলে আগামী রোববার তালাবদ্ধ করে রাখার ঘোষণা দিয়ে হুঁশিয়ারী দেন তারা।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ধুবইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী জাহার আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য লিমু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিবি করিমুন্নেছাকে পদায়নের মাধ্যমে বদলি করা হয়েছে। তাঁকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। সেখানে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এরআগে ইউএনও বিবি করিমুন্নেছার বিরুদ্ধে উপজেলা পরিষদের দুইটি প্রবেশদ্বার বন্ধ রাখার অভিযোগ ওঠে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও নামাজ আদায় করতে আসা মুসল্লিরা ভোগান্তিতে পড়ে। এছাড়া নিজ ক্ষমতায় উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ ও আওয়ামী লীগ পদধারী চেয়ারম্যানদের নিয়ে আইনশৃঙ্খলা সভা করার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। চলে আলোচনা সমালোচনাও।

এবিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি দেখা হচ্ছে।

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

আলমগীর মন্ডল প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:২৩ পিএম
কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার আমীর খন্দকার রেজাউল করিম’র সভাপতিত্বে ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামাতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি আব্দুস কুদ্দুস, উপজেলা সহ সেক্রেটারি ওমর ফারুক।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান এর পরিচালনায় এসময় বাংলাদেশ জাতীয় পাটি (কাজী জাফর) উপজেলা সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার, মিরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর চাঁদ আলী সেক্রেটারি খায়রুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সভাপতি মারফত আফ্রিদি,সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হরিণাকুন্ডুে সাংবাদিকের ওপর হামলা,থানায় মামলা

মো:মিজানুর রহমান(বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:১৫ পিএম
হরিণাকুন্ডুে সাংবাদিকের ওপর হামলা,থানায় মামলা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চড়পাড়া বাজারে ১৩ মার্চ রাতে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানোর ঘটনা ঘটেছে।

হামলাকারীরা রঘুনাথপুর ইউনিয়নের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের  সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম খানের সমর্থক বলে জানা গেছে।

হামলার শিকার সাংবাদিক মোঃ ইনসান আলী (৪০) জানান, তিনি চা খেয়ে বাড়ি ফিরছিলেন, তখন পূর্বপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি তাকে আক্রমণ করেন।

এদিন রাত ৮টা ৩০ মিনিটের দিকে, সাংবাদিক ইনসান আলী চড়পাড়া বাজারের হান্নান শাহ নামের এক চায়ের দোকানে চা পান করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলে, হঠাৎ করে ওত পেতে থাকা আসামিরা তাকে ঘিরে ফেলে। তারা তাকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং বাধা দিলে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তার ওপর আক্রমণ করে। একপর্যায়ে, ২ নম্বর আসামি হামলার নির্দেশ দেয় এবং ১ নম্বর আসামি বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করে। কিন্তু লাঠিটি দোকানের ঝাপের সাথে লেগে তার বাম কপালে গুরুতর আঘাত করে, ফলে তার মাথায় ফোলা যখম হয়।

এছাড়া, ৩ নম্বর আসামি তার কোমরে লাথি মারেন এবং অন্য আসামিরা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাকে গুরুতর আহত করে। হামলাকারীরা তার পরিহিত পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং তার ১,১০০ টাকা ক্ষতি সাধন করে।

সাংবাদিক ইনসান আলী জানান, হামলার পর তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সন্ত্রাসী হুমকি দিয়ে পালিয়ে যায়। এরপর, আহত অবস্থায় তিনি হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং কিছুটা সুস্থ হয়ে থানায় গিয়ে এজাহার দায়ের করেন।

মামলার এজাহারে অভিযুক্তরা,বাদী মোঃ ইনসান আলী এজাহারে উল্লেখ করেন, হামলার সঙ্গে জড়িত আছেন: ১) মোঃ তারুক বিশ্বাস (৪৫), ২) হাসেম ডাক্তার (৬০), ৩) মানিক বিশ্বাস (৩০), এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন।

এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তারা দাবি করেছে, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

কুষ্টিয়ায় রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে অন্তরঙ্গ ভিডিও ধারন: ব্লাকমেইল করে অর্থ আদায় 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:৫১ পিএম
কুষ্টিয়ায় রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে অন্তরঙ্গ ভিডিও ধারন: ব্লাকমেইল করে অর্থ আদায় 

রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে অন্তরঙ্গ ভিডিও ধারন: ব্লাকমেইল করে অর্থ আদায় 

কুষ্টিয়া শহরে রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে অন্তরঙ্গ ভিডিও ধারন করে অর্থ আদায় করে আসছে প্রভাবশালী একটি চক্র। এ চক্রের ব্লাকমেইলের শিকার উঠতি বয়সী ছেলে-মেয়েরা নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন অভিযোগ করেন, মজমপুরে ক্যাফে বাজারের মালিক ওয়াসিফ বারী চৌধুরী (লিখন) দীর্ঘ দিন ধরে তার ক্যাফেতে আসা ছেলে-মেয়ের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারন করে। পরে সেই ভিডিও দেখিয়ে অর্থ আদায় সহ জিম্মি করে রাখেন তাদের। ক্যাফে হিসেবে তিনটি রুমে ছোট ছোট কয়েকটি গোপন কক্ষ রেখেছেন তিনি। এই কক্ষ গুলোতেই বিশেষ কায়দায় গোপন ক্যামেরা রাখা আছে। আর এতেই ক্যাফে আসা উঠতি বয়েসের ছেলে মেয়েদের ভিডিও ধারন করে রাখেন ক্যাফের মালিক লিখন। পরে তার ব্লাকমেইল চক্রের মাধ্যমে চলে অর্থ আদায়। ব্লাকমেইলের শিকার ভুক্তভোগীরা নিজের ইজ্জতের ভয়ে নিজের সর্বস্ব ও নানা উপায়ে টাকা দিয়ে আসছেন। এতেও রেহাই পাচ্ছেন না। ধারণকৃত ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিতেও হুমকি দিয়ে আসছেন ক্যাফে মালিক। লিখনের এমন জিম্মি দশায় হতাশায় দিনকাটছে ভুক্তভোগী তরুণ-তরুণীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাফে বাজারের এক সাবেক কর্মচারী বলেন, চাকরিতে ঢোকার পর থেকেই নানাভাবে হয়রানি করতেন। লিখন স্যার নেশা করতো। তবুও তার সামনে আমাকে অনাকারণে বসিয়ে রাখতেন। এছাড়াও এই ক্যাফেতে গেমিং জোন নামে একটি কক্ষ রয়েছে সেখানে উঠতি বয়সী ছেলে-মেয়েরা আসেন। একঘন্টা ৭শত টাকায় মিটিয়ে সেখানে তারা একান্ত সময় পার করেন। সময় বেশি হলে টাকার অংকটাও বেড়ে যায়। এর সুযোগে বিশেষ কায়দায় সেখানে গোপন ক্যামেরা রেখে তাদের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারন করেন লিখন চৌধুরী। এরপরই ব্লাকমেইলের মাধ্যমে চলে অর্থ আদায়, দেন অনৈতিক প্রস্তাবও। রাজি না হলে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। অনেকেই বাধ্য হয়ে একজন নারীর নিজের সর্বস্ব ও টাকাও দিতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাফে বাজারের আরেকজন সাবেক কর্মচারী বলেন,চাকরীতে ঢোকার পরই লিখন চৌধুরীর আসল চেহারা সামনে আসলো। তিনি যে এতটা বাজে লোক এটি আগে জানা ছিল না। তার এই ক্যাফেতে গেমিং জোনে এসব নোংরা কাজ হয় তা আগে জানা ছিল না। বিভিন্ন বয়সী তরুণ-তরুণীদের গেমিং জোন ওই কক্ষে গোপন ক্যামেরা রেখে তাদের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারন করেন লিখন। তারপর ব্লাকমেইলের মাধ্যমে চলে অর্থ আদায়, দেন কু-প্রস্তাবও। শহরের ধনাত্ব ও প্রভাবশালী মিঠু চৌধুরীর ছেলে হওয়ায় তার বিষয়ে সবাই নীরব। আর এর সুযোগেই এসব অনৈতিক ব্যবসা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ক্যাফে বাজার রেস্তোরাঁ ও তার মালিকের বিরুদ্ধে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার।

এ বিষয়ে জানতে ক্যাফে বাজার রেস্তোরাঁর মালিক ওয়াসিফ বারী চৌধুরী লিখনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ধরনের কাজের সঙ্গে জড়িত যেই হোক, কোন ছাড় দেওয়া হবে না। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।