রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কুষ্টিয়ায় পদ্মার চরে পড়ে ছিল নারীর মরদেহ

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩১ এএম | 103 বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় পদ্মার চরে পড়ে ছিল নারীর মরদেহ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মার চর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মার চর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, পদ্মার চরে স্থানীয়রা এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠানোর হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

কুষ্টিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,যুবক আটক

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১০:৩৮ পিএম
কুষ্টিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,যুবক আটক

কুষ্টিয়ার মিরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের ক্যানেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের বাগানে খেলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার জসিম নামে এক যুবক শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী তামাকক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে জসিমকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশকে খরব দেয়। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন,অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

৯০ দিনের মধ্যেই ধর্ষণের বিচার হতে হবে: জামায়াতের আমির

মো:মিজানুর রহমান((বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:০৭ পিএম
৯০ দিনের মধ্যেই ধর্ষণের বিচার হতে হবে: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়েত ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন আমরা এসেছি আছিয়ার মা বাবা কে সহানুভূতি জানাতে। এ পরিবারের দোয়া নিতে।আর এসেছি বুজতে কিভাবে এ পরিবারের পাশে দাঁড়ানো যায়। আমরা চাই এ মেয়েটির বিচার কার্য  এবং রায় দ্রুত কার্য্যকর দেখতে। তাতে এ পরিবার খুব খুশি  এবং বাংলাদেশের মানুষ ও খুশি হবে।

শনিবার (১৫ মার্চ) সকালে  আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে মাগুরার শ্রীপুর উপজেলার  সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন জামায়াতে আমীর। তাকে দেখতে মাঠের চারপাশে শত শত মানুষের ঢ্ল নামে।

সেখান থেকে সোনাইকুন্ডী গোরস্থানে আছিয়ার   কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর পর সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আয়োজনে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেন,  আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। ধর্ষণের বিচারে আগে কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি।

ডা.শফিকুর রহমান বলেন,সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই ঠিক আছে।

এরপর জামায়াতে আমীর জারিয়া গ্রামে  আছিয়ার  বাড়িতে  পরিবারের সদস্যদের দেখতে যান। যদিও তখন আছিয়ার মা বাড়িতে ছিলেন না।

তবে আছিয়ার খালা ধোলায় বেগম রোকেয়ার সাথে একান্তভাবে সাক্ষাৎ করেন এবং  পরিবার টা যেন ভালোভাবে চলে সেরকম একটা ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন পরিবাটিকে।

এ সময় তার সঙ্গে ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তারেক, জামায়াতের যশোর – কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য  মোবারক হুসাইন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম.বি বাকেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বেলা ১২ টার দিকে তিনি সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।

কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

আলমগীর মন্ডল প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৭:২৩ পিএম
কুষ্টিয়ার মিরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার আমীর খন্দকার রেজাউল করিম’র সভাপতিত্বে ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামাতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি আব্দুস কুদ্দুস, উপজেলা সহ সেক্রেটারি ওমর ফারুক।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান এর পরিচালনায় এসময় বাংলাদেশ জাতীয় পাটি (কাজী জাফর) উপজেলা সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার, মিরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর চাঁদ আলী সেক্রেটারি খায়রুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সভাপতি মারফত আফ্রিদি,সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।