কুষ্টিয়া ‘ল’ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত


কুষ্টিয়া ‘ল’ কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুষ্টিয়া ‘ল’ কলেজের হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‘ল’ কলেজের এডহক কমিটির সভাপতি এ্যাড. জাবেদুল ইসলাম জাভেদ।
কুষ্টিয়া ‘ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাড. আহমেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ‘ল’ কলেজের এডহক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শফিকুর রহমান, এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য রাশেদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া জজ কোর্টের জিপি এ্যাড. মাহাতাব উদ্দিন, নারী ও শিশু কোর্টের পিপি এ্যাড. আব্দুল মজিদ, ‘ল’ কলেজের শিক্ষক এ্যাড. শরিফ উদ্দিন রিমন, এ্যাড. শেখ আবু সাঈদ।
অনুষ্ঠান পরিচালনা করেন ‘ল’ কলেজের শিক্ষক এ্যাড. শামিম উল হাসান অপু।
আরও উপস্থিত ছিলেন ‘ল’ কলেজের শিক্ষক এ্যাড. মঞ্জুরুল ইসলাম বেলাল, এ্যাড. পি এম সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শরিফুল ইসলাম, শোভন দাস ও রাহানূমা বর্ষা।