ইবির ভিসি ও প্রোভিসি’র সাথে পদ বঞ্চিত বিএনপি নেতৃবৃন্দের বৈঠক


কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য (প্রোভিসি) ড. এয়াকুব আলী’র সাথে জেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের বৈঠক হয়েছে।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কুষ্টিয়া জেলা বিএনপি পদবঞ্চিত নেতৃবৃন্দ বৈঠক করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শামিম উল হাসান অপু, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কবির, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিপন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, যেকোনো প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকবো।