শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১

কুষ্টিয়া জেলা বিএনপি নেতা কাজল মাজমাদারের নামে মিথ্যা সংবাদ প্রচরের প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৬:১১ পিএম | 31 বার পড়া হয়েছে
কুষ্টিয়া জেলা বিএনপি নেতা কাজল মাজমাদারের নামে মিথ্যা সংবাদ প্রচরের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া জেলা বিএনপি নেতা কাজল মাজমাদারের নামে মিথ্যা সংবাদ প্রচরের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া শহর বিএনপির সদস্য কাজল মাজমাদারের নামে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে বলে দাবি করছেন কুষ্টিয়ার সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া দোকান মালিক সমিতির শত শত নেতাকর্মী বিভিন্ন ধরনের প্লাগকাড হাতে নিয়ে স্লোগান দিতে থাকে।কুষ্টিয়ার জনপ্রিয় এই নেতা বলেন, আমার সরলতা ও জনপ্রিয়তার কারণে অনেকেই আজ আমার শত্রুতে পরিণত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আজ আমি মিথ্যাচারের শিকার। সোমবার (১০ মার্চ) ‘জাতীয় দৈনিক দেশ রূপার পত্রিকায় ৯ নং পাতায় মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়। আমাকে জড়িয়ে যে মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে যা একেবারেই মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এটা কোনভাবেই সত্য নয়। আমার জানামতে কারো প্ররোচনায় পড়ে এই পত্রিকার প্রতিনিধি আমার নামে মিথ্যা ও বানোয়াট গল্প লিখে সাজিয়েছেন। তিনি আরো বলেন, একটি বিশেষ মহল আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে আমার সম্মানহানি করার জন্য এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে আমি মনে করি এবং এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কাজেই মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে প্রকৃত খবরটি জনগণের সম্মুখে তুলে ধরার জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। কুষ্টিয়ার স্থানীয় জনগণ বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির বিগত সময়ের সকল আন্দোলন সংগ্রামে সব সময় তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন কাজল মাজমাদার। প্রায় দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কুষ্টিয়া জেলার নেতৃত্ব দিয়ে আসছে বলে আমরা জানি। বিএনপি’র বিগত সময়ের সকল আন্দোলন সংগ্রামের দুদিনের নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপি’র নেতা মেজবাউর রহমান পিন্টু বলেন, তার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব কুষ্টিয়া জেলা বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনকে একত্রিত রেখে সংগঠনকে শক্তিশালী করতে বড় ভূমিকা রেখেছিলেন দীর্ঘ দেড় যুগ ধরে। সুসময়ে অনেক অতিথি নেতারা কুষ্টিয়া বিএনপির রাজনীতিতে দেখা গেলেও দুঃসময়ে তাদের দেখা যায়নি। তিনি বলেন যে কোন বিপর্যয়ের সময় কুষ্টিয়া রাজপথ থেকে শুরু করে ঢাকার রাজপথে দলের আন্দোলন সংগ্রামের সম্মুখ সারীতে ভূমিকা রেখেছিলেন কাজল মাজমাদার। দলের দুঃসময়ের দীর্ঘ ১৬ বছর হামলা মামলা শিকার হয়েছিলেন কাজল মাজমাদার। অনেক মামলায় দিনের পর দিন, মাসের পর মাস, কিংবা বছরের পর বছর এবং যুগ পেরিয়ে গেলেও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আদালতের বারান্দায় সময় কেটেছে।
কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক এক নেতা মিন্টু বলেন, বিএনপির রাজনীতি করতে যেয়ে অনেক নির্যাতনের শিকার হন তিনি। বিএনপি’র রাজনীতি করার অপরাধে কুষ্টিয়াও ছাড়তে হয়েছে এবং বাড়িঘর সর্বোচ্চ ঘুচিয়েছেন তিনি বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমান আতার নির্দেশে পুলিশ তার শহরের বাড়ি সহ অন্যান্য স্থানে অভিযান চালায় কুষ্টিয়ার রাজনৈতিক মহলের মতে জেল বিএনপির রাজনীতিতে কাজল মজাদার দুঃসময়ের কান্ডারী হয়ে আছেন। বিগত সরকারের আমলে বিএনপি’র অনেক বাঘাবাঘা নেতা আওয়ামী লীগ সরকারের কঠিন সময়ে নিজেদের বাঁচাতে আড়ালে আবডালে থেকেছেন কেউবা আবার সরকারী দলের সাথে আঁতাত করে চলেছেন। কিন্তু সেই দিক থেকে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজল মাজমাদার অন্যতম।
কুষ্টিয়ার তৃণমূল এসব নেতাকর্মীরা দ্যাথ্যহীন কণ্ঠে উচ্চারণ করে বলেন, তার বিরুদ্ধে দলের ভিতরে ও বাইরে অপশক্তির কোন বড় ষড়যন্ত্রে মিথ্যা অপপ্রচারে কুষ্টিয়াবাসী বরদাস্ত করবে না।

কুষ্টিয়া দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, কাজল মাজমাদারের কারনে কুষ্টিয়াতে কোন চাঁদাবাজি নেই, সব সময় কাজল মাজমাদার ব্যবসায়ী এবং সাধারন জনগণের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন। তিনি আরও বলেন, আমরা এই ধরনের বানোয়াট, মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাই।

কুষ্টিয়ায় একা বাড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মেজবা উদ্দিন পলাশ প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:০৭ এএম
কুষ্টিয়ায় একা বাড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথরাপুর বড়বাজার আশ্রয় প্রকল্প এলাকায় এক চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। এঘটনায় ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে আজ শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত পহেলা মার্চ দুপুরে ওই শিশুটি তার বাড়িতে একা ছিল। এ সময় একই গ্রামের সাহাজুল ফকির শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে দেখে ফেলেন। পরে সেখান থেকে সাহাজুল দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কয়েকদিন ধরেই এলাকাজুড়ে নানা গুঞ্জন চলছিল। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির বাবা তা আপস করতে রাজি হননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে। পরে শিশুটির বাবা রাতেই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে এবং শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান,অভিযুক্ত সাহাজুল পেশায় রাজমিস্ত্রি। শিশুর বাড়ির পাশে মেছের ফকিরের আস্তানায় নিয়মিত গাঁজা সেবন করতে যায়। গেল কয়েকদিন ধরে মেছের ফকির বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে ঘটনাটি জানাজানি হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ওই শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছেন।

শৈলকুপায় গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে ধর্ষণ

মো:মিজানুর রহমান(বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৫:৩৩ পিএম
শৈলকুপায় গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে ধর্ষণ

ঝিনাইদহের শৈলকুপায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

ওই শিক্ষার্থীর অভিভাবক জানান, গত ৩ মার্চ দেবতলা গ্রামের আহতাফ কাজীর ছেলে রিপন কাজী তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর কয়েক দিন পর মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।

তখন সে বাসায় ঘটনাটি খুলে বলে। সে জানায়, এর আগেও রিপন তাকে একইভাবে কয়েকবার ধর্ষণ করেছে। তখন এ কথা কাউকে না বলতে তাকে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয়। তিনি আরও বলেন, ‘আমরা লোকলজ্জার ভয়ে তাকে কুষ্টিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসা করাই।

পরে স্থানীয়দের সঙ্গে আলাপ করে আমরা থানা-পুলিশের দ্বারস্থ হয়েছি।’

শৈলকুপা থানার পরিদর্শক শাকিল আহমেদ বলেন, ‘অভিযুক্তকে আটকের জন্য আমরা অভিযান চালাচ্ছি। এ ছাড়া ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৫৩ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

Oplus_131072

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ ভোররাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কামালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক পরিচালিত এই অভিযানে কুষ্টিয়া
দৌলতপুর থানাধীন কামালপুরের পচা বিটা এলাকার মোঃ জামাল উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় বাড়ির ছাদের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় বেআইনি অস্ত্রের বিস্তার এবং আইনশৃঙ্খলার অবনতির ঝুঁকি মাথায় রেখে সেনাবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করছে। কুষ্টিয়ার দৌলতপুরও এর বাইরে নয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটির প্রকৃতি ও উৎস সম্পর্কে বিস্তারিত জানতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে বলে জানানো হয়েছে।