সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কুষ্টিয়ায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি 

আলমগীর মন্ডল প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫০ পিএম | 68 বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি 

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। ধ্বংসকৃত মাদকের মধ্যে ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা, কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লক্ষ টাকা। রোলার ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটেলিয়ানের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

গত ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ৩১ জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত সময়ে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। এর মধ্যে রয়েছে ৯৩৬৮ বোতলবিদেশি মদ ২০ লিটার দেশি মদ ১১০০০ বোতল ফেনসিডিল ১২৭.৬৫০ কেজি গাঁজা ৮.৬৫৭ কেজি হেরোইন ৭২৪৭ পিস ইয়াবা ২২.৪৭৩ কেজি কোকেন ১৩৫০ পিস ভায়াগ্রা ১৮৬৭৪৭ সিলডিনাফিল ট্যাবলেট ৯৩০ টেপেন্টাডল ট্যাবলেট, ১২৪৫৭৭ প্যাকেট পাতার বিড়ি, ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ৫৭ বোতল এলএসডি ০.৯৮০ কেজি আফিম ৯ বোতল সাপের বিষ ৫৬৪.৫০০ কেজি কারেন্ট জাল। যার আনুমানিক বাজার মূল্য ৭৪ কোটি ৩১ লক্ষ ১৯ হাজার ৭১০ টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদিন বিজিওএম।

এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, সহকারী কমিশনার ভূমি কাজী মোঃ মেশকাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া মাদকদ্রব্য কার্যালয়ের সহকারী পরিচালক সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা গন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে অব্যাহতি

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:২৩ পিএম
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাকে অব্যাহতি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার পদ বাতিলসহ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দিনগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় শৃঙ্খলা ভঙ্গ, নীতিবহির্ভূত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ৪ জন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়। একই সঙ্গে সংগঠনে থাকা দায়িত্ব থেকেও তাদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মুখলেছুর রহমান ও জেলা শাখার সদস্য সুমন আহমেদ। এছাড়াও গত ২৫ ফেব্রুয়ারী অনুমোদনকৃত কুষ্টিয়া সদর উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিব এসএম মুবাশ্বির মাহমুদ ও যুগ্ম সদস্য সচিব তালহা জুবায়ের নাবিলের সদস্য পদ বাতিল ও সংগঠনে থাকা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় নেতৃবৃন্দদের মতামত ও আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই সংগঠন বিরোধী ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

এ বিষয়ে কথা বলতে অব্যাহতি প্রাপ্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

এরআগে গতকাল রবিবার রাত ৮টায় কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৮জন রক্তাক্ত জখম হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা সুলতান মারুফ তালহা, আলী আহসান মুজাহিদ, আসাদুল, ইব্রাহীম, আলভী ও ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান।

এঘটনার জেরে সংগঠন থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে বলেও এমন গুঞ্জন রয়েছে।

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার

মো:মিশুক আহমেদ জয় প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:১৩ পিএম
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার

কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭ মার্চ) সদর উপজেলার হাটশ হরিপুর হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।

এছাড়াও উপস্থিত ছিলেন, হরিপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল হোসেন, কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিংকন, হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু ফয়সাল হিমেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, সদস্য সচিব ইমরান ফরাজী, যুগ্ম আহ্বায়ক রকি মন্ডল, রনি হোসেন, সজীব সহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ এবং হাটশ হরিপুরের সাধারণ মানুষ।

দোয়া পরিচালনা করেন, মালিথা পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওহাব।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও স্বৈরাচারী সরকারের হামলায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

ধর্ষকদের বিচারের দাবিতে কুষ্টিয়ায় নাগরিক ঐক্যের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সকালের বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:১৪ পিএম
ধর্ষকদের বিচারের দাবিতে কুষ্টিয়ায় নাগরিক ঐক্যের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণকারী হিটুসহ সারাদেশের সকল নরপশু ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক ঐক্যের নেতাকর্মীরা।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাটারফ্লাই মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

মানবন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতা রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিদ সরকারকে বিদায় করে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন এলাকায় আমাদের মা-বোনদের ইজ্জতহানী করছে মানুষ নামে কিছু নরপশু এমনকি তাদের হাত থেকে আজ শিশুরাও নিরাপদ নয়।দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও অত্যাচারের ঘটনা আশংকাজনহারে বেড়েই চলছে।

বক্তারা আরও বলেন, সম্প্রতি মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি শিশু আছিয়ার ধর্ষণকারী হিটুকে অতি দ্রুত ফাঁসি কার্যকর করে যেন একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়। এছাড়াও সারাদেশে সকল নরপশু ধর্ষকদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহামুদ হাসান বাপ্পি, জেলা নাগরিক ঐক্যের সদস্য স্বপন মাহামুদ,ইমরান আহমেদ,জুয়েল প্রামানিক, প্রিন্স মাহামুদ, কুষ্টিয়া সদর উপজেলা নাগরিক ঐক্যের সদস্য আজিবর রহমান, কুষ্টিয়া জেলা যুব ঐক্যের সদস্য সবুজ আহমেদ।

এছাড়াও নাগরিক ঐক্যের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।