বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

শৈলকুপার বগুড়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

মো:মিজানুর রহমান প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৫ পিএম | 45 বার পড়া হয়েছে
শৈলকুপার বগুড়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

শৈলকুপার বগুড়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
কৃষি ও কৃষকের উন্নয়নে নিবেদিত ঝিনাইদহের শৈলকুপার কৃষকদল। অর্থনৈতিকভাবে উপজেলার বৃহৎ জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কৃষকদলের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার বিকালে বগুড়া ইউনিয়নের শিতালী বাজারে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, হুমায়ুন বাবর ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি রাকিবুল হাসান খান দিপু,
জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহী শিমুল, নাজমুল হোসেন মিলন।
এছাড়াও উপস্থিতি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাহিদ চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমদাদুল হক আকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন জোয়ার্দার, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু, পৌর ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাকিবুজ্জামান রকি, বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়াল ও সাধারন সম্পাদক জামিরুল ইসলাম মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
কৃষক সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু খায়ের খাঁন।

শৈলকুপায় কৃষকদের নিয়ে ইফতার মাহফিল

মো:মিজানুর রহমান (বিশেষ প্রতিনিধি) প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:০০ পিএম
শৈলকুপায় কৃষকদের নিয়ে ইফতার মাহফিল

 

ঝিনাইদহের শৈলকুপায় মাহে রমজানের তাৎপর্য, ব্যবসায়ী এবং চাষীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া এলাকায় লক্ষ্মীপুর সীমান্তবাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান সনি সীডের পক্ষে মেহেরপুরের বাজীতপুর বীজ ভান্ডারের আয়োজনে এতে মনোহরপুর ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করে।

এসময় স্থানীয় পেঁয়াজ চাষী আসাদুজ্জামান বকুলের সভাপতিত্বে ব্যবসায়ী ও পেঁয়াজ চাষীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় মেহেরপুরের বাজীতপুর বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, কুষ্টিয়া বীজ ভান্ডারের শাহীন, মুজিবনগর বীজ ভান্ডারের নাহারুল ইসলাম, খোকসা বীজ ভান্ডারের আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইন্ডিয়া থেকে আমদানিকৃত হাইব্রিড সুখসাগর পেঁয়াজ বীজ জীবনকাল ১০০ থেকে ১০৫ দিন। এ জাতের পেঁয়াজের ফলন একর প্রতি ৫৫০ মন পাওয়া যায়। যা চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন।

তারা বলেন, শৈলকুপা উপজেলায় বিগত মৌসুমে দেড়’শ জনের বেশি চাষি হাইব্রিড জাতের সুখসাগর পেঁয়াজ বীজ রোপণ করেছিল। চাষীরা সবাই ফলন ভালো পেয়েছেন।

এসময় উপস্থিত চাষিরা হাইব্রিড সুখসাগর পেঁয়াজ বীজ রোপণ করে মনপ্রতি অন্যান্য জাতের তুলনায় বেশি লাভবান হয়েছেন বলে জানান।

মিরপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন

প্রান্তিক এলাকার চিকিৎসার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিক: ডিসি তৌফিকুর রহমান

আলমগীর মন্ডল প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:৫২ পিএম
প্রান্তিক এলাকার চিকিৎসার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিক: ডিসি তৌফিকুর রহমান

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিকগুলো। প্রান্তিক এলাকার চিকিৎসার অন্যতম ভরসা এ কমিউনিটি ক্লিনিক। দেশের কমিউনিটি ক্লিনিকের সক্ষমতা বাড়াতে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও প্রশাসনের যৌথ প্রয়াস দরকার। স্থানীয় জনগণের গঠনমূলক সহায়তার মাধ্যমে তৃণমূলে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্ষম হবে।

মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে এসে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এসব কথা বলেন।

এছাড়াও তিনি ক্লিনিক পরিদর্শনের সময় আগত সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়ে চিকিৎসা নিতে আসা কয়েকজন বলেন, এমনভাবে সরকারের প্রতিটা দপ্তর আকষ্মিক পরিদর্শন করলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা কমে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের মনগড়াভাবে অফিস বা যার যার কর্মস্থলে আসতে পারবে না। তাদের মধ্যে একটা ভয় কাজ করবে। যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করবে। এতে করে সেবার মান বাড়বে।

সেবা নিতে আসা আফসানা হক বলেন, এ আকষ্মিক পরিদর্শন সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। এমন আকষ্মিক পরিদর্শন অব্যাহত রাখলে, দেশের সব ক্লিনিকের দায়িত্বশীল কর্মকর্তা/কর্মচারীরা সেবা প্রদানে আরও সজাগ থাকবেন।

এসময় মিরপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, খয়েরপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আনজুমান আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা প্রশাসক মিরপুর উপজেলা ভূমি অফিস ও আমলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

মিরপুরে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:৩৫ পিএম
মিরপুরে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সারাদেশে যেখানে প্রতি কেজি গরুর মাংস প্রায় ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঠিক সেই সময়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের সহায়তায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশী গরুর মাংস।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে মিরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্মুখে এ মাংস, দুধ ও ডিম বিক্রি করতে দেখা যায়। এছাড়ও সুলভ এ মূল্য কার্যক্রমে ৭ টাকা ৭৫ পয়সা পিস হিসেবে ডিম ও ৭০ টাকা লিটার হিসেবে গরুর দুধ বিক্রয় হচ্ছে।

মিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। কেজিতে ৫০ থেকে ১০০ টাকা সাশ্রয় হওয়াতে লাইন ধরে মাংস কিনতে দেখা গেছে ক্রেতাদের।

এব্যাপারে মিরপুর উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা আব্দুল্লাহ কাফি বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা এ কার্যক্রম শুরু করেছি। সুযোগ পেলে কার্যক্রম আরো বাড়াতে চাই।

এব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌসিফুর রহমান উক্ত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমরা সুলভ মূল্যের এই কার্যক্রম কুষ্টিয়ার বেশ কয়েক জায়গাতে শুরু করেছি। সুলভ মূল্যের এই কার্যক্রম সাধারণ মানুষের জন্য কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করা হচ্ছে।

এসময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযুষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা সজিব মিয়া, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী প্রমুখ উপস্থিত ছিলেন।