অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বাবুল হোসাইন মোল্লা


শৈলকুপা উপজেলায় ধলহরাচদ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে নিশংস হত্যাকাণ্ডের শিকার সুফি’র এতিম বাচ্চা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা। তিনি নিজস্ব তহবিল থেকে উক্ত পরিবারকে এক লক্ষ টাকা সহায়তা করেন।
বুধবার সকালে নগদ টাকা প্রদানের সময় বাবুল হোসাইন মোল্লার বাবা শৈলকুপার প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারি মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবেশি দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে শফিকুল ইসলাম সুফি শেখ (৩৫) নামে এক বিএনপি কর্মী গরু ব্যবসায়ী খুন হয়। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত সুফি শেখ বন্দেখালী গ্রামের নবাব আলীর ছেলে। এ ঘটনায় ইদু নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।