ধর্ষকের সর্বনিম্ন শাস্তি ফাঁসির দাবীতে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ


ধর্ষকের সর্বনিম্ন শাস্তি ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।
আজ সোমবার (১০ মার্চ) বেলা ১২টায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এতে বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন, নির্যাতন, হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’ সহ নানা স্লোগানে ধর্ষকদের শাস্তির দাবী জানানো হয়।
তারা আরও বলেন,ধর্ষকরা সমাজের নিকৃষ্টতম অপরাধী। তাদের কার্যকলাপ শুধু একটি ব্যক্তির জীবন নয়,পুরো সমাজের শান্তি ও নিরাপত্তা নষ্ট করে। গোটা বাংলাদেশই যেনো আজ আছিয়া। সৃষ্টিকর্তার কাছে আর্জি, আছিয়া সুস্থ হয়ে উঠুক। আছিয়ার ঘটনা এ দেশে ধর্ষণের ইতি টানুক, বাংলাদেশে ধর্ষণের সর্বনিম্ন শাস্তি ফাঁসি নিশ্চিত করা হোক বলেও দাবী জানায় ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন,কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস, ছাত্রনেতা আকিব বিন সোহেল, ইয়াসিন প্রমুখ।
এসময় মানববন্ধনে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেয়।