শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবীতে কুষ্টিয়ায় মশাল মিছিল

মো:ইমরান হোসেন প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১:১৮ পিএম | 47 বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবীতে কুষ্টিয়ায় মশাল মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী পন্থী জেলা ও সদর উপজেলা কমিটি বাতিলের দাবীতে মশাল মিছিল করেছে পদবঞ্চিত এক অংশ।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাতটায় শহরের এনএস রোড পৌর বাজারের সামনে থেকে পদবঞ্চিত শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ও সদর উপজেলা কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। বিগত ১৬বছরে যাঁরা আওয়ামী-ছাত্রলীগের দালালি করেছেন তাঁদের নিয়ে এই কমিটি করা হয়েছে। কমিটি পাওয়ার পর থেকেই টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করেই চলেছেন আহবায়ক ও সদস্যসচিব সহ এই কমিটির বেশকিছু নেতাকর্মী। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে আন্দোলনের সময় কখনো তাকে দেখা যায়নি তবুও বিশেষ ক্ষমতায় তাকে আহবায়ক করা হয়েছে। এছাড়াও মোস্তাফিজুর রহমান এই জেলার বাসিন্দা না হয়েও তাকে জেলা কমিটির সদস্য সচিব করা হয়েছে। এতে কেন্দ্রীয় নেতাদের প্রতি ক্ষোভপ্রকাশ করেন শিক্ষার্থীরা। তাই এই আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় কমিটি দেওয়ার দাবীও জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আনভি বলেন, আমরা আন্দোলন-সংগ্রামে যাঁরা ছিলাম, তাঁদের কমিটিতে রাখা হয়নি। আপনারা আন্দোলনের ফুটেজ দেখেন। আমরা এই কমিটি মানি না। এই কমিটি বাতিল করতে হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আয়াশ, নাবিল, রাব্বি, পারভেজ, আনভি আলিফ, আনাস, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার আহ্বায়ক মো. হাসিবুর রহমান বলেন, ছাত্রলীগের পদ থেকে অনেকেই পদত্যাগ করে আমাদের সাথে আন্দোলন করেছিল। যারাই আন্দোলনে আমাদের সঙ্গে ছিল তাদেরই এই কমিটিতে রাখা হয়েছে। এতে কারো ব্যক্তিগত সমস্যা থাকলে এটি আমাদের দেখার বিষয় না।

কুষ্টিয়ায় রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে অন্তরঙ্গ ভিডিও ধারন: ব্লাকমেইল করে অর্থ আদায় 

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:৫১ পিএম
কুষ্টিয়ায় রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে অন্তরঙ্গ ভিডিও ধারন: ব্লাকমেইল করে অর্থ আদায় 

রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে অন্তরঙ্গ ভিডিও ধারন: ব্লাকমেইল করে অর্থ আদায় 

কুষ্টিয়া শহরে রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে অন্তরঙ্গ ভিডিও ধারন করে অর্থ আদায় করে আসছে প্রভাবশালী একটি চক্র। এ চক্রের ব্লাকমেইলের শিকার উঠতি বয়সী ছেলে-মেয়েরা নামপ্রকাশ না করার শর্তে কয়েকজন অভিযোগ করেন, মজমপুরে ক্যাফে বাজারের মালিক ওয়াসিফ বারী চৌধুরী (লিখন) দীর্ঘ দিন ধরে তার ক্যাফেতে আসা ছেলে-মেয়ের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারন করে। পরে সেই ভিডিও দেখিয়ে অর্থ আদায় সহ জিম্মি করে রাখেন তাদের। ক্যাফে হিসেবে তিনটি রুমে ছোট ছোট কয়েকটি গোপন কক্ষ রেখেছেন তিনি। এই কক্ষ গুলোতেই বিশেষ কায়দায় গোপন ক্যামেরা রাখা আছে। আর এতেই ক্যাফে আসা উঠতি বয়েসের ছেলে মেয়েদের ভিডিও ধারন করে রাখেন ক্যাফের মালিক লিখন। পরে তার ব্লাকমেইল চক্রের মাধ্যমে চলে অর্থ আদায়। ব্লাকমেইলের শিকার ভুক্তভোগীরা নিজের ইজ্জতের ভয়ে নিজের সর্বস্ব ও নানা উপায়ে টাকা দিয়ে আসছেন। এতেও রেহাই পাচ্ছেন না। ধারণকৃত ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিতেও হুমকি দিয়ে আসছেন ক্যাফে মালিক। লিখনের এমন জিম্মি দশায় হতাশায় দিনকাটছে ভুক্তভোগী তরুণ-তরুণীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাফে বাজারের এক সাবেক কর্মচারী বলেন, চাকরিতে ঢোকার পর থেকেই নানাভাবে হয়রানি করতেন। লিখন স্যার নেশা করতো। তবুও তার সামনে আমাকে অনাকারণে বসিয়ে রাখতেন। এছাড়াও এই ক্যাফেতে গেমিং জোন নামে একটি কক্ষ রয়েছে সেখানে উঠতি বয়সী ছেলে-মেয়েরা আসেন। একঘন্টা ৭শত টাকায় মিটিয়ে সেখানে তারা একান্ত সময় পার করেন। সময় বেশি হলে টাকার অংকটাও বেড়ে যায়। এর সুযোগে বিশেষ কায়দায় সেখানে গোপন ক্যামেরা রেখে তাদের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারন করেন লিখন চৌধুরী। এরপরই ব্লাকমেইলের মাধ্যমে চলে অর্থ আদায়, দেন অনৈতিক প্রস্তাবও। রাজি না হলে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি। অনেকেই বাধ্য হয়ে একজন নারীর নিজের সর্বস্ব ও টাকাও দিতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাফে বাজারের আরেকজন সাবেক কর্মচারী বলেন,চাকরীতে ঢোকার পরই লিখন চৌধুরীর আসল চেহারা সামনে আসলো। তিনি যে এতটা বাজে লোক এটি আগে জানা ছিল না। তার এই ক্যাফেতে গেমিং জোনে এসব নোংরা কাজ হয় তা আগে জানা ছিল না। বিভিন্ন বয়সী তরুণ-তরুণীদের গেমিং জোন ওই কক্ষে গোপন ক্যামেরা রেখে তাদের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারন করেন লিখন। তারপর ব্লাকমেইলের মাধ্যমে চলে অর্থ আদায়, দেন কু-প্রস্তাবও। শহরের ধনাত্ব ও প্রভাবশালী মিঠু চৌধুরীর ছেলে হওয়ায় তার বিষয়ে সবাই নীরব। আর এর সুযোগেই এসব অনৈতিক ব্যবসা তিনি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ক্যাফে বাজার রেস্তোরাঁ ও তার মালিকের বিরুদ্ধে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার।

এ বিষয়ে জানতে ক্যাফে বাজার রেস্তোরাঁর মালিক ওয়াসিফ বারী চৌধুরী লিখনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ধরনের কাজের সঙ্গে জড়িত যেই হোক, কোন ছাড় দেওয়া হবে না। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার মিরপুরে তামাকক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

আলমগীর মন্ডল প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:০৫ পিএম
কুষ্টিয়ার মিরপুরে তামাকক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের একটি তামাকক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের একতারপুর এলাকার ঋষি পাড়ার বাসিন্দা ঝন্টু দাসের স্ত্রী। তিনি শুক্রবার বিকেলে পাতা কুড়াতে বেরিয়ে নিখোঁজ হন।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান জানান, নিহত নারী শুক্রবার বিকেলে পাতা কুড়াতে পার্শ্ববর্তী মাঠে যান। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে পায় না। আজ সকালে স্থানীয় কৃষকরা তামাকক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর কানে স্বর্ণের দুল ছিল, যা এখনো পাওয়া যায়নি, এলাকাবাসীর ধারণা মাদকসেবীদের আড্ডার জায়গা। হয়তোবা তার দুল ছিনিয়ে নেবার সময় তাদের চিনে ফেলায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।

কুষ্টিয়ায় একা বাড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মেজবা উদ্দিন পলাশ প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:০৭ এএম
কুষ্টিয়ায় একা বাড়িতে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথরাপুর বড়বাজার আশ্রয় প্রকল্প এলাকায় এক চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। এঘটনায় ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে আজ শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত পহেলা মার্চ দুপুরে ওই শিশুটি তার বাড়িতে একা ছিল। এ সময় একই গ্রামের সাহাজুল ফকির শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে দেখে ফেলেন। পরে সেখান থেকে সাহাজুল দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কয়েকদিন ধরেই এলাকাজুড়ে নানা গুঞ্জন চলছিল। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির বাবা তা আপস করতে রাজি হননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুলকে থানায় নিয়ে আসে। পরে শিশুটির বাবা রাতেই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে এবং শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান,অভিযুক্ত সাহাজুল পেশায় রাজমিস্ত্রি। শিশুর বাড়ির পাশে মেছের ফকিরের আস্তানায় নিয়মিত গাঁজা সেবন করতে যায়। গেল কয়েকদিন ধরে মেছের ফকির বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে ঘটনাটি জানাজানি হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ওই শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছেন।