
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী পন্থী জেলা ও সদর উপজেলা কমিটি বাতিলের দাবীতে মশাল মিছিল করেছে পদবঞ্চিত এক অংশ।
বুধবার (৫ মার্চ) সন্ধ্যা সাতটায় শহরের এনএস রোড পৌর বাজারের সামনে থেকে পদবঞ্চিত শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ও সদর উপজেলা কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। বিগত ১৬বছরে যাঁরা আওয়ামী-ছাত্রলীগের দালালি করেছেন তাঁদের নিয়ে এই কমিটি করা হয়েছে। কমিটি পাওয়ার পর থেকেই টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করেই চলেছেন আহবায়ক ও সদস্যসচিব সহ এই কমিটির বেশকিছু নেতাকর্মী। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে আন্দোলনের সময় কখনো তাকে দেখা যায়নি তবুও বিশেষ ক্ষমতায় তাকে আহবায়ক করা হয়েছে। এছাড়াও মোস্তাফিজুর রহমান এই জেলার বাসিন্দা না হয়েও তাকে জেলা কমিটির সদস্য সচিব করা হয়েছে। এতে কেন্দ্রীয় নেতাদের প্রতি ক্ষোভপ্রকাশ করেন শিক্ষার্থীরা। তাই এই আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় কমিটি দেওয়ার দাবীও জানান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আনভি বলেন, আমরা আন্দোলন-সংগ্রামে যাঁরা ছিলাম, তাঁদের কমিটিতে রাখা হয়নি। আপনারা আন্দোলনের ফুটেজ দেখেন। আমরা এই কমিটি মানি না। এই কমিটি বাতিল করতে হবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আয়াশ, নাবিল, রাব্বি, পারভেজ, আনভি আলিফ, আনাস, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার আহ্বায়ক মো. হাসিবুর রহমান বলেন, ছাত্রলীগের পদ থেকে অনেকেই পদত্যাগ করে আমাদের সাথে আন্দোলন করেছিল। যারাই আন্দোলনে আমাদের সঙ্গে ছিল তাদেরই এই কমিটিতে রাখা হয়েছে। এতে কারো ব্যক্তিগত সমস্যা থাকলে এটি আমাদের দেখার বিষয় না।