
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখা ও অঙ্গসংগঠন ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার পক্ষে জেলা যুব ঐক্যের আহবায়ক মাহামুদ হাসান বাপ্পি ও সদস্য সচিব খন্দকার সোহেলের নেতৃত্বে শহরের ডিসি কোর্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ঐক্য কুষ্টিয়া জেলা শাখার সদস্য জুয়েল প্রামানিক, ইমরান আহমেদসহ অন্য নেতারা।