
কুষ্টিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার(১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের এস এন রোডের মুঘল কুইজিন রেস্তোরর সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারী কর্মকর্তার নাম ইশরাত জাহান লাবনী(৪৫)।তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জাফরের মেয়ে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত ছিলেন। নিহত ওই নারীর কর্মকর্তা শহরের বড়বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে শহরের এনএস রোডের মুঘল কুইজিন এর সামনের রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে সজরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম বলেন, রাত আনুমানিক ৯টার দিকে একজন নারীকে কয়েকজন হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) তদন্ত আব্দুল আলিম জানান, শহরের এনএস রোডে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কায় ইসরাত জাহান লাবনী নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে পুলিশ গিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয় হবে।