
কুষ্টিয়ায় ট্রলি চাপায় শিশু শিক্ষার্থী নিহতের ঘটনাস্থলে সংবাদ সংগ্রহকালে প্রকাশ্যে জনসম্মুখ ও পুলিশের উপস্থিতিতে স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার চিত্র সাংবাদিক ইমরানের উপর মাদক চক্রের নৃসংশ হামলা, বেধড়ক মারপিটসহ ক্যামেরা চিনিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটক সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
সমাবেশে বাংলাভিশনের সাংবাদিক হাসান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সহ-সভাপতি নুরনবী বাবু, জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান লাকি, দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদুল ইসলাম তিতাস, এনটিভি অনলাইনের কুষ্টিয়া সদর ও ভেড়ামার প্রতিনিধি খন্দকার আহসান হাবিব,দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সামাবেশ চলাকালে সাংবাদিকদের পক্ষ থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া সহ হামলাকারীদের গ্রেফতারে পুলিশ সুপারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে পরবর্তিতে কঠোর কর্মসূচীর দেওয়া হবে বলেও জানান বক্তারা।

উল্লেখ্য, চিত্র সাংবাদিক ইমরান হোসেন রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহতের ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায় এবং দৈনিক খবরওয়ালা পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ চলাকালে কুষ্টিয়া শহরের কাস্টম মোড় হাশেম ডাক্তারের গলির চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী রকি (৩২) এবং আরিফুল (৩৩) সহ আরও ১০/১২ জন তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং নাক, পিঠ ও মাথা কেটে রক্তাক্ত জখমের করে। যার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।এঘটনার পর সাংবাদিক ইমরান বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।