
ঝিনাইদহে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি)পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম) জেলার অপরাধ পরিসংখ্যান, অপরাধ নিবারণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এসময় অফিসার ও ফোর্সদের মাঝে গত জানুয়ারি মাসে যারা ভালো কাজ করেছেন তাদের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ (পুরস্কার) প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: ইমরান জাকারিয়া,শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন, সকল থানার অফিসার ইনচার্জ, হাইওয়ে পুলিশ, সিআইডিসহ পুলিশের উর্ধ্বতন অফিসার বৃন্দ।