
কুষ্টিয়ার কুমারখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতা-কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ৩ কর্মী গুরত্বর আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার কয়া ইউনিয়নের রাইডাঙ্গা এলাকার ডায়মন্ড ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আলআমিন হোসেন, মৃত মকছেদ আলীর ছেলে বাচ্চু, মোজাম্মেলে হোসেনের ছেলে মোস্তাকিন।
এ বিষয়ে কুমারখালী উপজেলা বিএনপির সদস্য ও কয়া ইউনিয়ন সার্চ কমিটির সদস্য ইমরান হোসেন ইউনুস বলেন, গতকাল সন্ধায় কয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় রায়ডাঙ্গা এলাকায় পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাসেল হোসেন আরজু, তার ছোট ভাই শুভ ও কয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শামীম গং বন্দুক সহ ধারালো অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির কর্মীদের উপর হামলা করে। এ সময় আমাদের ৩ কর্মী গুরত্বর আহত হয়েছে । তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে বিএনপির নেতা ইউনুস জানালেও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।