
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চড়পাড়া বাজারে ১৩ মার্চ রাতে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালানোর ঘটনা ঘটেছে।
হামলাকারীরা রঘুনাথপুর ইউনিয়নের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম খানের সমর্থক বলে জানা গেছে।
হামলার শিকার সাংবাদিক মোঃ ইনসান আলী (৪০) জানান, তিনি চা খেয়ে বাড়ি ফিরছিলেন, তখন পূর্বপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি তাকে আক্রমণ করেন।
এদিন রাত ৮টা ৩০ মিনিটের দিকে, সাংবাদিক ইনসান আলী চড়পাড়া বাজারের হান্নান শাহ নামের এক চায়ের দোকানে চা পান করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলে, হঠাৎ করে ওত পেতে থাকা আসামিরা তাকে ঘিরে ফেলে। তারা তাকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে এবং বাধা দিলে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তার ওপর আক্রমণ করে। একপর্যায়ে, ২ নম্বর আসামি হামলার নির্দেশ দেয় এবং ১ নম্বর আসামি বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করে। কিন্তু লাঠিটি দোকানের ঝাপের সাথে লেগে তার বাম কপালে গুরুতর আঘাত করে, ফলে তার মাথায় ফোলা যখম হয়।
এছাড়া, ৩ নম্বর আসামি তার কোমরে লাথি মারেন এবং অন্য আসামিরা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাকে গুরুতর আহত করে। হামলাকারীরা তার পরিহিত পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং তার ১,১০০ টাকা ক্ষতি সাধন করে।
সাংবাদিক ইনসান আলী জানান, হামলার পর তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সন্ত্রাসী হুমকি দিয়ে পালিয়ে যায়। এরপর, আহত অবস্থায় তিনি হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং কিছুটা সুস্থ হয়ে থানায় গিয়ে এজাহার দায়ের করেন।
মামলার এজাহারে অভিযুক্তরা,বাদী মোঃ ইনসান আলী এজাহারে উল্লেখ করেন, হামলার সঙ্গে জড়িত আছেন: ১) মোঃ তারুক বিশ্বাস (৪৫), ২) হাসেম ডাক্তার (৬০), ৩) মানিক বিশ্বাস (৩০), এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন।
এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তারা দাবি করেছে, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।