
কুষ্টিয়ায় রাতে নিখোঁজের পর সকালে পদ্মা নদীতে জেলেদের জালে মিলল আঞ্জমান (২০) নামের এক গৃহবধূর মরদেহ।
শনিবার (০১ মার্চ) সকালে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া ফকিরপাড়া এলাকায় পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আসিফ শেখের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার আসিফ শেখের জন্মদিন ছিলো, রাতে জন্মদিনের অনুষ্ঠান শেষে আঞ্জমানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজখুজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে জেলেদের জালে তার মরদেহ পাওয়া যায়। তবে পরিবারের দাবি তার উপর জ্বীনের আছর ছিল ।এই কারনে এমন ঘটনা ঘটতে পারে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, কয়া ইউনিয়নে গৃবধূর’র মরদেহ উদ্ধার হয়েছে। তবে ঘটনাটি নদীতে হওয়ায় নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি নৌ পুলিশ দেখছে।