
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, সংস্কার আমরাও চাই, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই ৷ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু নির্বাচনকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা যাবে না।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি হেফজুল উলুম কামিল মাদরাসায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশীদ বলেন, দেশের মানুষ ১৫-১৬ বছর ধরে তাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি বলেই আজকে দেশের এই ভয়াবহ সঙ্কট। সুতরাং অর্ন্তবর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন দেওয়া। আশার কথা হলো- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ ব্যাপারে বক্তব্য শোনা যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর বারেক আলী প্রমুখ।