
ঝিনাইদহ শৈলকুপা রামচন্দ্রপুর তিন জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ত্রিবেণী শ্মশান খাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে বেশ কিছু গুলির শব্দ শুনতে পাই। পরে পুলিশ আসলে বাইরে বেরিয়ে দেখি তিন টি মৃতদেহ পড়ে আছে। তবে তাদের বাড়ি আমাদের এলাকায় না।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থানে এসে আমরা তিনটা লাশ পেয়েছি। লাশ দেখে মনে হচ্ছে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে হানিফ,লিটন নামের দুইজনের নাম পাওয়া গেছে। একজনের পরিচয় পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে দুইটি কালো রংয়ের পলসার মোটরসাইকেল, একটি ম্যাগজিন ও গুলি পাওয়া গেছে।