
কুষ্টিয়ার মিরপুরে স্যালো ইঞ্জিনচালিত মাটি বোঝায় ট্রলি চাপায় আরিয়ান (০৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান এলাকার আরিফ জোয়ার্দ্দারের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, কালিতলা মোড়ে একটি মাটি বোঝায় ট্রলি আরিয়ান নামের এক শিশুকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রলিটিকে আটকে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারসহ ঘাতক ট্রলিটিকে জব্দ করেছে।
এদিকে সাম্প্রতি কুষ্টিয়ায় এক সপ্তাহে দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজনের প্রাণ গেলো এই অবৈধ স্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায়।