
কুষ্টিয়ায় এক বৃদ্ধকে হত্যা পর লাশ মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহত বৃদ্ধের নাম আতিয়ার খাঁ(৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি মাঠ রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেই স্থানীয়রা। ওই গ্রামেই নানাবাড়িতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন আতিয়ার।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু বলেন, সকালে মাঠের ভেতর আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
নাম-প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন জানান,বিভিন্ন সময়ে আতিয়ার বিপ্লবী কমিউনিষ্ট,জাসদ গণবাহিনী ও শ্রমজীবি সংগঠনের সাথে জড়িত ছিল। বিপ্লবী কমিউনিষ্ট পার্টির নেতা শুকুর হত্যার আসামীও ছিলেন। গত রাতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ডেকে নিয়ে তাকে হত্যা করে মাঠে লাশ ফেলে গেছে বলে জানতে পেরেছি।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক অপারেশন আব্দুল আলীম বলেন, কি কারণে এ হত্যাকান্ড তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত চলছে।