
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার সম্পাদক ও জেলা দায়রা জজ আদালতের বিশেষ পিপি এ্যাডঃ শামিম উল হাসান অপুর জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে নিউজ টাইমস২৪ ডটকমের নিজ কার্যালয়ে তার উপস্থিতিতে কেক কাটা হয়। সহকর্মীরা জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দনে ভরিয়ে দেন অপুকে।
এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, দৈনিক কৃষিকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সকালের বাংলাদেশ ডট নিউজের সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, টাইম নিউজ ২৪ডটকমের সম্পাদক ইঞ্জি. মাহমুদ আল হাফিজ অভি, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক মিরাজুল ইসলাম, দৈনিক ইন্টারন্যাশনালের সম্পাদক নাব্বির আল নাফিজ, সকালের বাংলাদেশের স্টাফ রিপোর্টার রুম্পা হাসান, টাইম নিউজ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক আল আমিন খান রাব্বি, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, দৈনিক খবর সংযোগের কুষ্টিয়া প্রতিনিধি মিশুক আহমেদ জয়সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
এসময় শামিম উল হাসান অপু বলেন, ‘শুধু জন্মদিন নয়, প্রতিটি দিনই মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও মূল্যবান। তবুও আজকের এই বিশেষ আয়োজনের জন্য সকলের কাছে কৃতজ্ঞ আমি। সকলের প্রতি রইলো আমার প্রাণঢালা শুভেচ্ছা।